২৭ মে, ২০২৩ ১৫:১০

ভাড়া নিয়ে তর্কের জেরে বেরোবি’র ৫ শিক্ষার্থীকে মারধর বাস শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ভাড়া নিয়ে তর্কের জেরে বেরোবি’র ৫ শিক্ষার্থীকে মারধর বাস শ্রমিকদের

ফাইল ছবি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় মর্ডান মোড়ে বাস ভাড়া নিয়ে তর্কের জের বেরোবির ৫ শিক্ষার্থীকে মারপিট করে বাসচালক ও হেলপাররা। আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে এ খবর জানাজানি হলে শুক্রবার রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে পুলিশ এসে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালীন রাস্তার দুইপাশে যানবাহন আটকা পড়ে যায়।

আহত ৫ শিক্ষার্থী হলেন-বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (১৪ ব্যাচ) আশিক মন্ডল, আলামিন, নয়ন, ফয়সাল ও নাহিদ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আহত শিক্ষার্থীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তারা বর্তমানে ভাল আছে।

রংপুর তাজহাট মেট্রোপলিটন থানার পুলিশ কর্মকর্তা হোসেন আলী জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর