৭ জুন, ২০২৩ ২৩:১২

জাবি শিক্ষকদের গবেষণা ভাতা ফের চালুর সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাবি শিক্ষকদের গবেষণা ভাতা ফের চালুর সিদ্ধান্ত

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৭ই জুন) নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সিন্ডিকেট সদস্য বলেন, গবেষণা ভাতা বন্ধ ঘোষণার পর শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষকরা প্রতিবাদ জানিয়েছেন। এ কারণে রবিবার (৪ই জুন) অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় গবেষণা ভাতার প্রয়োজনীয়তা বিবেচনা করে ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৮ এপ্রিল থেকে একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের গবেষণা ভাতা প্রদান বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এতে বিভিন্ন বিভাগের গবেষক শিক্ষকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর