৯ জুন, ২০২৩ ১৭:০২

জাবিতে দিন-দুপুরে ছিনতাইয়ের শিকার দুই ছাত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবিতে দিন-দুপুরে ছিনতাইয়ের শিকার দুই ছাত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে দিনের বেলায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এসময় তাদের কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও দুটি ওয়ালেট ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের পেছনে পাকুতলায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ছাত্রীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ সামিরা এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইরা। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরাত জাহান ইরা বলেন, 'বৃহস্পতিবার বিকেলে আমি ও সামিরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের পেছনে পাকুতলায় যাই। সেখানে নিজেদের কিছু ছবি তুলে ফেরার পথে এক ব্যক্তি হঠাৎ চাপাতি হাতে আমাদের সামনে এসে দাঁড়ান। এ সময় আমাদেরকে ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন এবং দুটি পার্স ছিনিয়ে নেয়।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'এ ঘটনা শুনার পরপরই ঘটনাস্থলে আমাদের নিরাপত্তা শাখার সদস্যরা গেছেন। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীদের থেকে ছিনতাইকারীর বিবরণ নেয়া হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সতর্ক আছে।'

এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর