গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।
এর আগে সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৩২ (১) অনুযায়ী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকের এই অধ্যাপককে ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এদিকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (অব.) ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
নতুন উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর সবার সহযোগিতায় গ্রিন ইউনিভার্সিটিকে উত্তোরত্তর এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/হিমেল