ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং কেস প্রতিযোগিতা ‘আইডিয়া হান্টার্স ৩.০’ এর অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। ইউল্যাবের ক্যাম্পাসে আইডিয়া হান্টার্সের বুথে সরাসরি নিবন্ধন করা যাচ্ছে।
এ প্রতিযোগিতার আহ্বায়ক ও ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের প্রেসিডেন্ট মুনতাসির কাদির জানান, বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডিয়া হান্টার্স ৩.০ এ অংশগ্রহণের সুযোগ পাবে। মার্কেটিং কেস প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাস্তব জীবনের মার্কেটিং কেস সমাধান বিষয়ক গুরুত্বপূর্ণ ধারণা পাবেন অংশগ্রহণকারীরা।
নিবন্ধন প্রক্রিয়ায় সর্বোচ্চ ৩ জনের একটি দল তৈরি করতে হবে। এ দলটি একটি পরিমাণ ফি দিয়ে নিবন্ধন করবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুদের একই সাথে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
আইডিয়া হান্টার্স ৩.০ একটি আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং কেস প্রতিযোগিতা। তিন ধাপের এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব ২৬ অক্টোবর, ২০২৩ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই