৩৯তম পুলিশ উপ-পরিদর্শকদের (এসআই) এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ৭৬১ জন। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদাতে এ প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) বিপিএম। সমাপনী কুচকাওয়াজ শেষে স্যুভিনারটির মোড়ক উন্মোচন করেন তিনি।
৩৯তম পুলিশ উপ-পরিদর্শক ব্যাচের প্রকাশিত স্যুভিনার থেকে জানা গেছে, ৯৭ জন শিক্ষার্থী নিয়োগ পাওয়ায় সাফলতার শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫৪ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ৩৯ জন নিয়ে তৃতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭৬১জন এ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তবে শুরুতে চূড়ান্তভাবে ৮০১জন অংশ নিলেও বিভিন্ন কারণে এ প্রশিক্ষণ থেকে বাদ পড়েন ৪০ জন।
এর আগে ২০২১ সালে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে ৪৮ হাজার ২৮ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৪৩৬ জন।
বিডি প্রতিদিন/আরাফাত