বিতর্ক শিল্পকে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি যুক্তিবাদী তারুণ্যদীপ্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি)। একুশ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় ইতোমধ্যে ১৫টি জাতীয় বিতর্ক উৎসব, ৮টি জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব, প্রায় ৩৮ টি বিভাগীয় বিতর্ক উৎসবসহ ৬টি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায় “দক্ষিণা বাতাসে যুক্তির সপ্তমী সুর” স্লোগানে ১৪ অক্টোবর (শনিবার) “এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩” খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল।
কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, মহাসচিব এবং অন্যান্য অতিথি মন্ডলী উপস্থিত হয়েছেন। দিনব্যাপী এ উৎসব বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনীপর্ব, প্রদর্শনী শিশু বিতর্ক, প্লানচেট ডিবেট, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, English Public speaking, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, উন্মুক্ত কুইজ, তারকা-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণীসহ বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে উঠবে।
উৎসব আয়োজক কমিটির উপদেষ্টা আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.তুহিন রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.তানভীর দুলাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, ডেপুটি রেজিস্টার শামসুন্নাহার শিমুল, খুলনা মেট্রোপলিটন কলেজের প্রভাষক ইরানি বেগম, লায়ন স্কুল এন্ড কলেজের উপদেষ্টা, সিনিয়র শিক্ষক সামসুন্নাহার জনি।
উৎসবের সার্বিক নির্দেশনায় থাকবেন মোঃ তাকদীরুল গনী ও সার্বিক তত্বাবধানে থাকবেন এম আল আমিনুর রহমান আকাশ এবং মো.তরিকুল ইসলাম। উৎসবের আহ্বায়ক তারক চন্দ্র মন্ডল, যুগ্ম-আহ্বায়ক আবিদা সুলতানা ও নাহিদুর রহমান দূর্জয়, যুগ্ম-আহ্বায়ক ও রেজিস্ট্রেশন সমন্বয়ক মোঃ ওমর ফারুক, প্রধান সমন্বয়ক তাসনিম দিবা চৌধুরী, বিতর্ক ও কুইজ- শাহরিয়ার কবির লাম তরিকুল ইসলাম তাজ, প্রকাশনা সমন্বয়ক মো. রাগিব হাসিন। খুলনা জেলা রেজিস্ট্রেশন সমন্বয়ক ফাহমিদ ইয়াসি নির্ধারিত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ