জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে ৭টি বাস আটক করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেনে বাসগুলো আটক করা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে বাসগুলো ছেড়ে দেন তারা। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে বাসগুলো থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন বাস চালকরা।
জানা যায়, গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৯ ব্যাচের এক ছাত্রী বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। এসময় চালকের সহকারীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় ওই ছাত্রীর। একপর্যায়ে বাসের ওই সহকারী ওই ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। এই ঘটনার জেরে শুক্রবার বাসগুলো আটক করেন শিক্ষার্থীরা।
এদিকে ওই পরিবহনের একটি বাসের সহকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩ হাজার ৫০০ টাকা নিয়ে সন্ধ্যাবেলা তাদের বাসটি ছেড়েছে শিক্ষার্থীরা। এছাড়া আটককৃত অন্যান্য বাস থেকেও টাকা নেওয়ার অভিযোগ করেছেন বাস চলাকরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, কিছু হলেই বাস আটক করে পরে টাকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইজ্জত নষ্ট হয়। এবার বাস আটক করার পর কেউ টাকাপয়সা নিয়েছে কি না, আমি জানি না। টাকা কারা নিয়েছে, আমাকে একটু তথ্য দিলে আমি এখনই ব্যবস্থা নেব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ