ছাত্রলীগের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কমিটি স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতের কথা জানানো হয়। একইসাথে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে ব্যাপারে সাত দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জানা যায়, শনিবার (১৪ অক্টোবর) বিকেলে যবিপ্রবি ক্যাম্পাসে উন্নয়ন ও শান্তি সমাবেশ করে ছাত্রলীগের একাংশ। সমাবেশের পর এক পক্ষ আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমন ও ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম আহত হন। এ ঘটনার পরপরই কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে ছাত্রলীগের যবিপ্রবি কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ