১৬ অক্টোবর, ২০২৩ ২০:৪৬

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

গাজীপুর প্রতিনিধি

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সোমবার পরীক্ষা শুরুর প্রথম দিনই হঠাৎ করে উপাচার্য মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা তিনি কেন্দ্রে অবস্থান করেন। পরীক্ষা গ্রহণের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

উপাচার্যের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়টি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বলছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, উপাচার্য হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আমাদের কলেজে আসবেন, আমরা এটা জানতাম না। বিষয়টি আমাদের জন্য আকস্মিক হলেও শিক্ষার মানোন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে। এটিকে আমি চমৎকার উদ্যোগ বলব।

উল্লেখ্য, আজ সারা দেশে একযোগে দুপুর ১টা থেকে এই পরীক্ষা শুরু হয়। ৩৩৯টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে ৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর