দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনসাধারণের মাঝে শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ও বাদামতলীর বিভিন্ন জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ৭ই জানুয়ারির ডামি নির্বাচনে বাংলাদেশের সচেতন জনগণ বর্জন করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মিডিয়াসহ বিশ্ব মিডিয়া সংবাদ প্রচার করেছে, ভোট কেন্দ্রে কিছু ডামি ভোটার লাইন ছাড়া, ভোটকেন্দ্রে অন্য কেউ যায়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ, প্রহসনের তামাশার ডামি নির্বাচন দেশের সমগ্র মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারন মানুষ এখন সচেতন। তারা এদেশের গণতন্ত্র চায়, মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বি এম মিলাদ উদ্দিন ভূইয়া, জবি ছাত্রদলের সহ-সভাপতি এম এ আবু ফয়েজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন, মেহেদী, রাহাত, আয়াত ও নির্বাহী সদস্য তাজুল, রবিউল, আনোয়ার প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল