জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের একটি আবাসিক হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের ৮১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন শিক্ষার্থী ৮১০ নম্বর কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে তারা হল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাৎক্ষণিক কক্ষের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণ করেন তারা। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে কক্ষটির খাট, বিছানাসহ আসবাবপত্র পুড়ে গেছে। কক্ষটিতে চারজন ছাত্রী থাকতেন।
আগুন লাগার উৎস জানতে চাইলে হলের সুপার ফাতেমা বেগম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেট থেকে এই আগুন লেগেছে। আমরা রুমে ঢুকে সিগারেটের অ্যাস ট্রে পাই।
বিদ্যুৎ থেকে নয়, সিগারেট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন হলের দায়িত্বরত ইলেকট্রিশিয়ান আব্দুল হামিদ।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ছায়েদুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই