১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:১৮

চবিতে ফের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

চবিতে ফের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

ফাইল ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছেন দুই সহকারী প্রক্টর। পদত্যাগকারী দুই সহকারী প্রক্টর হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদের কাছে আজ রবিবার সকালে তারা পদত্যাগপত্র জমা দেন। ড. মোরশেদুল আলম সহকারী প্রক্টরের পাশাপাশি সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষকের দায়িত্বে ছিলেন। এ পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, সকালে দুইজন সহকারী প্রক্টরের পদত্যাগপত্র পেয়েছি। উপাচার্যের নির্দেশের পর পদত্যাগপত্র গৃহীত হবে।

এর আগে, গত বছরের মার্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির একটি বড় অংশ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন পদে থাকা ১৯ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেন। একসঙ্গে এতজনের পদত্যাগ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর