২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:১৯

বাউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গাজীপুর প্রতিনিধি

বাউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাউবি’র গাজীপুরের ক্যাম্পাসের শহিদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুর মূল ক্যাম্পাসে উপাচার্য জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে দেশ জুড়ে অবস্থিত সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহে একযোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। 

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্যের পক্ষে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক রানা হামিদুর রহমান পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর