পরীক্ষার শুরু হতে আর ২৫ মিনিট বাকি। অনেক খোঁজাখুঁজি করে বুঝতে পারলেন, সামাজিক বিজ্ঞান ভবনে না এসে কার্জন হলে চলে এসেছেন তারা। ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবেন কি-না তা নিয়ে শুরু হয় আতঙ্ক। এমন সময় হঠাৎ ছোটাছুটি করতে শুরু করেন এই দুইজন ভর্তি পরীক্ষার্থী।
কার্জন হলের গেটে তখন অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু স্বেচ্ছাসেবী। ঘটনাটা তাদের নজরে আসায় দ্রুত ঐ পরীক্ষার্থীদের ডেকে নেন তারা। এরপর ছাত্রলীগের 'জয় বাংলা বাইক সার্ভিস' সেবার মাধ্যমে একটি মোটরবাইকে চড়িয়ে পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেন তারা।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার সময় এমন চিত্র দেখা যায় ক্যাম্পাসের বেশ কিছু জায়গায়।
পরীক্ষার সময় জুড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জয় বাংলা বাইক সার্ভিস ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করেছে।এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে 'শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র' স্থাপন, বিনামূল্যে সুপেয় পানি, 'মোবাইল টয়লেট', ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষণ, পরীক্ষা উপযোগী শিক্ষা উপকরণ বিতরণ, 'প্রাথমিক চিকিৎসা কেন্দ্র', 'অভিভাবক ছাউনি', বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং প্রয়োজন সাপেক্ষে পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের ব্যবস্থা।
বিডি প্রতিদিন/আরাফাত