২৭ মার্চ, ২০২৪ ২০:৪১

সংঘর্ষে আহত রাবি ছাত্র চোখের চিকিৎসায় পেল ৫০ হাজার টাকা

রাবি প্রতিনিধি

সংঘর্ষে আহত রাবি ছাত্র চোখের চিকিৎসায় পেল ৫০ হাজার টাকা

ছবি-বাংলাদেশ প্রতিদিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর চোখের চিকিৎসায় পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরে এ টাকা প্রদান করা হয়। আহত শিক্ষার্থী আলিম। তিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, গত বছর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। তবে তিনজন ছাত্র চোখে গুরুতর আঘাত পায়। বিভিন্নভাবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই ধারাবাহিকতায় এই শিক্ষার্থীকেও এই চিকিৎসার অর্থ প্রদান করা হয়েছে। 

আলিম বলেন, ওই ঘটনায় চোখে গুরুতর আঘাত পাই। ফলে আমার এক চোখ ছোট হয়ে গেছে। ভারতে এখনও চিকিৎসা চলছে। তিন দিন আগে অর্থের বিষয়ে ছাত্র উপদেষ্টা দপ্তরের আবেদন করেছিলাম। আজ পঞ্চাশ হাজার টাকা পেয়েছি। 

এর আগে, গত বছর ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটক সংলগ্ন বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাঁধে। সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত কয়েকদফার সংঘর্ষে কয়েকশো শিক্ষার্থী আহত হন। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া বুলেটে আরো অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এদের তিনজন চোখে গুরুতর আঘাত পান। তাদের অনেকে বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ হয়েছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর