২ এপ্রিল, ২০২৪ ১৬:৩৮

বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে বেরোবি ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে বেরোবি ছাত্রলীগের মানববন্ধন

বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে বেরোবি ছাত্রলীগের মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়া এবং স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, বুয়েটে রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং মেধাবী শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বীর ব্যাপারে বুয়েট প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এদেশের ছাত্রসমাজ কোনোভাবেই মেধাবীদের শিক্ষাঙ্গন বুয়েটে স্বাধীনতা বিপক্ষের শক্তিকে মাথাচারা দিতে দেবে না। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিষদাঁত ভেঙে না ফেলা পর্যন্ত ছাত্রসমাজ মাঠে থাকবে।

মানববন্ধনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা বাবুল হোসেন। এ সময় ছাত্রলীগের প্রায় দুইশত নেতাকর্মী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর