ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৩টায় জাবির শহীদ মিনার চত্বরের মহুয়া তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েলি গণহত্যার বিচার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে জনমত তৈরির দাবি জানান।
এদিকে, সমাবেশ শেষে ওইদিন বিকেল পাঁচটার দিকে একটি প্রতিবাদ র্যালিও বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই