জমকালো আয়োজনের মধ্য দিয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) ফল-২০২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং নতুন অনুমোদনপ্রাপ্ত মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়। এতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অণিমা মুক্তি গোমেজ এমপি। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসি। এছাড়া অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন প্রো-উপাচার্য ড. ফাদার চার্লস বি. গর্ডন সিএসসি, কোষাধ্যক্ষ ড. ফাদার সুবাস আদম পেরেরা সিএসসি, প্রক্টর ফাদার লরেন্স এন. দাস সিএসসি, ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস সিএসসি এবং ডিন অধ্যাপক ড. অলক কুমার চক্রবর্তী।
দুপুর আড়াইটায় নতুন শিক্ষার্থীদের ফুল এবং ব্যাজ দিয়ে স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বিকেল তিনটায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দকে সাথে নিয়ে ফলক উন্মোচনের মাধমে মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীদের একটি মনোজ্ঞ নৃত্য পরিবেশনা এবং মাইক্রোবায়োলজির তথ্যচিত্র প্রদর্শিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল