রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের বিরুদ্ধে উঠা নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জনসংযোগ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার মো. মোজাফ্ফর হোসেনকে সভাপতি করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছাইফুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
এর আগে, ড. সেনের বিরুদ্ধে শহিদ জিয়াউর রহমান হলে প্রাধ্যক্ষ থাকা অবস্থায় আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপাচার্যে নিকট অভিযোগ দেন শিক্ষার্থীরা। বিভাগে তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদও জানান শিক্ষার্থীরা। এ ঘটনায় তাকে বিভাগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/একেএ