জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে ছাত্রশিবিরের কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। ছাত্রশিবিরকে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে এ বিক্ষোভ করেন তারা। এদিকে তাদের এই প্রতিবাদের বিষয়টিকে স্বাগত জানিয়েছে শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ।
জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়৷
এদিকে প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার বিষয়ে জাবি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ছাত্রশিবিরের জাবি শাখার নতুন সভাপতি হারুনুর রশিদ রাফির ফেসবুক আইডি'র এক পোস্টে বলা হয়, ‘গণতান্ত্রিক রাজনীতির বিরোধিতায় অনুষ্ঠিত মিছিলকে আমরা স্বাগত জানাই। আমরা সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থানে বিশ্বাসী। সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।’
বিডি প্রতিদিন/হিমেল