জুলাই-আগস্ট বিপ্লবে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশনি ফি মওকুফের জন্য তালিকা চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর আবেদন করার জন্য বলা হলো।’
এতে আরও বলা হয়, ‘এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।’
বিডি প্রতিনিধি/জুনাইদ