সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে পরিসংখ্যান বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে পরিসংখ্যান বিভাগ থেকে র্যালি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধন করেন তারা। পরে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন।
পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী জয়িতা বণিক, আশিষ সেন, কাব্য ওঝা, কুলসুম আক্তার, তাহারিয়া ইয়ামিন অর্থি ও পাবেল মিয়া প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, এমসি কলেজের পরিসংখ্যান বিভাগের ৬০০-৭০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের পোস্ট রয়েছে মাত্র চারটি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র একজন শিক্ষক। অথচ অন্যান্য বিভাগে শিক্ষকের সংখ্যা ১২-১৩ জন। পরিসংখ্যান এমন একটা বিষয়, যেখানে শিক্ষক ছাড়া পড়ালেখা কোনোভাবেই সম্ভব নয়। পরিসংখ্যান বিভাগে শিক্ষক পদায়নের কোনো উদ্যোগও নেই। ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে হিমশিম খাচ্ছেন।
এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, পরিসংখ্যান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে নতুন শিক্ষক নিয়োগ না দেওয়ায় মাত্র একজন শিক্ষক দিয়েই পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। এই বিভাগে শিক্ষক পদায়নের জন্য মন্ত্রণালয়ে বারবার আবেদন জানানো হয়েছে। গত সপ্তাহেও আবেদন করা হয়েছে। পরিসংখ্যান বিভাগে শিক্ষক পদায়নের পাশাপাশি নতুন করে শিক্ষকের পদ সৃষ্ট করা জরুরি।
বিডি প্রতিদিন/ইই