জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে ম্যানেজ করে সামনে এগিয়ে যেতে হবে। ব্যবসায় শিক্ষা অনুষদের (বিবিএ) শিক্ষার্থীদের প্রফেশনালিজম দ্বারা নিজ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করতে হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ম্যাজেমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষার্থীদের বিবিএ সমাপনী-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জবি উপাচার্য।
উপাচার্য বলেন, বর্তমানে আমাদের শিক্ষার্থীরা ক্যারিয়ার নির্ভর হয়ে পড়ছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের নিজ জীবনে মূল্যবোধের প্রাধান্য দিতে হবে। তাহলেই দেশ ও জাতির কল্যাণে কাজে আসতে পারবে।
উপাচার্য আরও বলেন, এখন সময় এসেছে নিজেকে এগিয়ে নেওয়ার। নতুন বাংলাদেশে তোমাদের নতুনভাবে স্বপ্ন দেখতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি বাহ্যিক জ্ঞান অর্জনেও নিজেকে ছাড়িয়ে যেতে হবে। ম্যানেজমেন্টের স্টুডেন্টরা সবকিছু খুব সহজে ম্যানেজ করতে পারে বলেই তারা সহজে সফলতা অর্জন করবে বলে আশা ব্যক্ত করি।
অনুষ্ঠানে ম্যাজেমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন বলেন, আমাদের জীবন দর্শন ঠিক করতে হবে। আমরা যেন নিজস্ব স্বকীয়তার মাধ্যমে নিজেকে স্বার্থক করে গড়ে তুলতে পারি। এজন্য জীবনে সততা ও ন্যায়পরায়ণতার বিকল্প নাই। সবাইকে ধৈর্য ও সাহসের মাধ্যমে নিজ অর্জনের জন্য তৈরি হতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। এ সময় ম্যাজেমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত