ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সিটি করপোরেশনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরের সামনে জবি ‘হিউম্যান রাইটস সোসাইটি’ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। আমাদের অসচেতনতা এবং স্থানীয় সরকারের অবহেলা এর জন্য দায়ী। এ পরিস্থিতিতে সরকারি হটলাইন থেকে নিয়মিত সেবা নিতে প্রয়োজনে সিটি করপোরেশনকে লোকবল বাড়াতে হবে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্মে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন চালানো উচিত। ইতিমধ্যে ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে চারদিকে। এক্ষুনি সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যক্তিগতভাবে আমরা সবাই নিজেদের আশপাশ পরিষ্কার করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা কমাতে কাজ করব।
মানববন্ধনপ ক্ষোভ প্রকাশ করে সংগঠনটির নেতারা বলেন, লক্ষ্য করেছি অনেকদিন ধরে ক্যাম্পাসে ডেঙ্গুর কীটনাশক কিংবা কোনো পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম হচ্ছে না। পুরান ঢাকার মতো এমন ঘিঞ্জি পরিবেশে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে, নতুবা নতুবা ক্যাম্পাস ডেঙ্গুর অভয়ারণ্যে রূপ নিবে।
বিডি প্রতিদিন/এমআই