হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, 'জুলাই-আগস্ট বিপ্লবে এমন কিছু ঘটেছে যা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভসহ শহীদ রাহুলের পরিবারের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের আশা করছি।'
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুর জেলায় নিহত শহীদ রাহুল স্মরণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে উপাচার্য শহীদ রাহুলের পরিবারের মাঝে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার। আরও উপস্থিত ছিলেন শহীদ রাহুলের মা মোছা. ফরিদা বেগম, বড়ভাই আল আমিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, হল সুপারবৃন্দ, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান প্রমুখ।
আলোচনা সভায় শহীদ রাহুলের বড়ভাই আল আমিন বলেন, 'রাহুলদের ত্যাগের বিনিময়ে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ পেয়েছি, সবাই মিলেই এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আন্দোলনে হাজারো বাবা মায়ের কোল ও ভাইয়ের বুক খালি হয়েছে। সবাই যে উদ্দেশ্যে একসঙ্গে লড়েছি, সামনেও যেন আমাদের মধ্যে এই ঐক্য অটুট থাকে।'
বিডি প্রতিদিন/এমএস