বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) স্বাধীনতা অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সেস’র (এফএএসএস) ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধীনে পরিচালিত বিইউপি ডেভেলপমেন্ট লিডার্স ক্লাব কর্তৃক আয়োজিত DEVTHON 5.0-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী ও গবেষণা চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত ২১-২৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানটি ইন্টারন্যাশনাল কনফারেন্স, কেইস কম্পিটিশন, শর্ট ডকুমেন্টারি, ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক শীর্ষক পাঁচটি পর্বে অনুষ্ঠিত হয়।
কেইস কম্পিটিশন বিভাগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘Doh Mahino Mein Paisa Double’ চ্যাম্পিয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম ‘Rotten Mars’ প্রথম রানার্স আপ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টিম ‘The Pitchers’ দ্বিতীয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।
অন্যদিকে, শর্ট ডকুমেন্টারি কম্পিটিশনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম ‘Slytherin’, টিম ‘Yet Another Bizcomp Team (YABT)’ এবং টিম ‘Lana’ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিম ‘I-SignBerg’ স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।
বিডি প্রতিদিন/এমআই