জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে বয়কট করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকে অগ্নিসংযোগ করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাস দখল করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের অনেকের হাতে লাঠিসোঁটা, ইট-পাটকেল দেখা যায়।
বিক্ষোভ মিছিলটি নিয়ে নেতাকর্মীরা পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বাহাদুর শাহ পার্কে এসে জড়ো হন। আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা এবং ক্যাম্পাসে এখনো তারা মহড়া দিচ্ছে লাঠিসোঁটা হাতে নিয়ে।
নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে ছাত্রলীগের সাবেক কমিটির অনেক সদস্য লোকজন রয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখ্যান করছি। ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
জবি শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি হয়েছে। এই কমিটিতে বিগত দিনে যারা আন্দোলন-সংগ্রামে জীবন বাজি রেখে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছে তাদের বাদ দিয়ে নিজস্ব মাইম্যান দিয়ে সিন্ডিকেট করে পকেট কমিটি গঠন করেছে।
জবি ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রায়হান হোসেন অপু বলেন, যারা সদ্য সাবেক হয়েছে তাদের সামনে এনে রাজনীতির যে ইতিবাচক ধারা, সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে জুনিয়র দিয়ে কমিটি হোক। জুনিয়র কমিটি না হয়ে মুরব্বিদের নিয়ে কমিটি হয়েছে।
রায়হান আরও বলেন, এ ছাড়াও ছাত্রলীগের তরিকুল-রাসেল কমিটির সদস্য নাহিয়ান বিন অনিককে এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যারা ৫ আগস্টের পর ছাত্ররাজনীতিতে এসেছে তাদেরকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই নিয়মিত ছাত্রদের হাতে রাজনীতি ফিরে আসুক।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
বিডি প্রতিদিন/এমআই