কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেছেন, আলেমরা গত ১৬ বছর চরম অত্যাচার সহ্য করেছেন। আলেমদেরকে এ যুগের চ্যালেঞ্জগুলো বুঝতে হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনে পুনর্মিলনীর আয়োজন করে।
কুবি উপাচার্য বলেন, এখনকার যুবক-যুবতীরা সারা বিশ্বে কী হচ্ছে তা দেখতে পাচ্ছে। সেজন্য যারা বক্তা, যারা দ্বীনের জ্ঞান দেন আপনাদেরকে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। সমাজের যুবক যুবতীদেরকে মোবাইল ফোন ও ইন্টারনেটের অপব্যবহার থেকে সচেতন করতে হবে।
প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান।
কালাকচুয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মোশতাক ফয়েজী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা বুডিচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ড. মো. মোবারক হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি মাওলানা হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম