তাপমাত্রায় সর্বনিম্ন রেকর্ড করা এলাকা শ্রীমঙ্গলে শীতের দুর্ভোগ কাটাতে এগিয়ে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। গত ২৬ ডিসেম্বর তারা তাদের বার্ষিক ইভেন্ট ‘শীতবস্ত্র বিতরণ ২০২৪’র আয়োজন করে।
এ বছর তারা শ্রীমঙ্গলে অবস্থিত সিন্দুরখান বাগান, দক্ষিণ পার, মেডিকেল মাঠে প্রায় ১০০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এই শীতবস্ত্রের অনুদানে এগিয়ে আসেন।
ক্লাবের প্রায় ৪০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরী এ আয়োজনে উপস্থিত ছিলেন।
এর আগে গত বছর তারা এই ইভেন্টটি বগুড়ার দুপচাঁচিয়ায় আয়োজন করেছিল।
বিডি প্রতিদিন/হিমেল