বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) রিসার্চ ম্যানেজমেন্ট উইং আয়োজিত দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা’ শীর্ষক ২০২৪-২৭ সাল মেয়াদী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বশেমুরকৃবির গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম।
বশেমুরকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় স্ব স্ব গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ বিশ্ববিদ্যালয়কে দেশের অনন্য বিদ্যাপীঠ উল্লেখ করে কৃষি সচিব বলেন, বিশ্ববিদ্যালয় মানেই গুণগত শিক্ষা, গবেষণা ও সুষ্ঠু পরিকল্পনার বিশাল সমাহার যা এ বিশ্ববিদ্যালয় ধারণ করে আসছে। যেকোনো গবেষণা পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দীর্ঘমেয়াদী পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়সহ দেশের কৃষিখাত অধিকতর সমৃদ্ধির দিকে ধাবিত হবে। তবে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করার প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে আমন্ত্রিত গবেষকবৃন্দ সেশন চেয়ার হিসেবে উপস্থিত থেকে ৬টি গুরুত্বপূর্ণ সেশনে কর্মশালাটি সমাপ্ত করেন।
বিডি প্রতিদিন/জামশেদ