জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিতরা।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এ মিছিল করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠ থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।
এসময় পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা "বৈষম্যের কমিটি, মানি না মানবো না", "আমরা সবাই তারেক সেনা, ভয় করি না বুলেট বোমা" পকেট কমিটি, মানি মা মানব না", অছাত্রদের কমিটি মানি না, মানব না", অবৈধ কমিটি, মানি না মানব না" সহ বিভিন্ন স্লোগান দেয়। এর আগে বিক্ষোভ মিছিলটি নিয়ে নেতাকর্মীরা পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, জবি ক্যাম্পাসে এমন বৈষম্যমূলক কমিটি মানি না আমরা। এ ধরনের অপরাজনীতি আগামী তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখ করবে। আমরা চাই অতিদ্রুত সময়ে এই আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী তরুণ নেতৃত্বকে দিয়ে কমিটি ঘোষণা করুক।
কমিটি বাতিল চেয়ে জবি ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মামুন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুপার ইউনিট। এই ইউনিটের এরকম একপেশি, নিজের লোকজন, নব্য যোগদানকারী আন্দোলনে নিষ্ক্রিয় এবং অযোগ্য লোকজনদের নিয়ে কমিটি গঠনে ছাত্রদলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা হতাশ ও বিক্ষুদ্ধ। আমরা চাই আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপরই ক্ষোভে ফেটে পড়ছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। ওইদিন রাতেই বিক্ষোভ মিছিল করে আহ্বায়ক কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাস দখল করে রাখেন। এরই ধারাবাহিকতায় কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা টানা বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস দখল করে।