অনুষদের জন্য পূর্ণাঙ্গ একাডেমিক ভবন বরাদ্দ ও ৪৯ ব্যাচ থেকে ৫১ ব্যাচের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ তিন দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থান কর্মসূচি পালন করছে আইন অনুষদের শিক্ষার্থীরা। তাদের অন্য দাবিটি হলো-আইন অনুষদের আসন্ন ভর্তি পরীক্ষা ‘এফ’ ইউনিটে নেওয়া।
রবিবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে একাডেমিক কাউন্সিলের এক সভা চলাকালে অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি শুরু করে।
শিক্ষার্থীদের অভিযোগ, আইন অনুষদের সাবেক ডিন ও চেয়ারম্যান তাপস কুমার দাস এবং সহযোগী অধ্যাপক সুপ্রভাত পাল সবসময় বিভাগের শিক্ষার্থীদের সাথে অন্যায় এবং অবিচার করে এসেছে। তাদের ষড়যন্ত্রের কারণে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আইন ভঙ্গ করে খাতা মূল্যায়নের কারণে আজ পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি ব্যাচের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে ব্যর্থ হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। আজ বিকেলে তদন্ত প্রতিবেদন নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা হওয়ার কথা। এর পরিপ্রেক্ষিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা মনে করেন, নিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করলে পরীক্ষার ফলাফল আশানুরূপ বৃদ্ধি পাবে।
শিক্ষার্থীরা আরও বলেন, অনুষদের আলাদা কোনো ভবন না থাকায় ক্লাসরুম সংকট থেকে শুরু করে নানামুখী সংকটে ভুগছেন তারা। সেজন্য বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের জায়গায় একটি স্থায়ী ও স্বতন্ত্র একাডেমিক ভবন গড়ে তোলার জন্য দাবি জানান তারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আইন অনুষদকে কলা ও মানবিকী অনুষদের সঙ্গে অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন। এতে ক্ষোভ জানিয়েছেন অনুষদের শিক্ষার্থীরা। আইন অনুষদকে পূর্বের মতো স্বতন্ত্র ‘এফ’ ইউনিটে নেওয়ার জোর দাবি জানান তারা
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, একাডেমিক কাউন্সিলের সভা শেষে এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমরা আলোচনা করবো।
বিডি প্রতিদিন/এমআই