রাজধানীর দয়াগঞ্জে সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী করা হয়েছে। আজ সোমবার পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন, অধ্যক্ষ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা শাহীন লিপি, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, থানা মাধ্যমিক শিক্ষা অফিস, কোতোয়ালী, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল ইসলাম খান টিপু যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সাবেক কাউন্সিলর ৪০নং ওয়ার্ড (ডিসিসি)।
সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ২০১০ থেকে অদ্যোবদি অতি সুনামের সঙ্গে শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি ভেনাস বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরিচালিত। বর্তমানে এর তিনটি ক্যাম্পাস রয়েছে। হিরাঝিল ক্যাম্পাস, কেরাণীগঞ্জ ক্যাম্পাস এবং মূল ক্যাম্পাসটি অবস্থিত দয়াগঞ্জে।
অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত ছিলেন ভেনাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান মিজানুর রহমান, মো. আসাদুজ্জামান, ট্রেজারা আবুল খায়ের। পরিচালকবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবুয়ত আলী, মিরাজ মিয়া, সাইফুল ইসলাম এবং ড. রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানটির দুটি পর্বে বিভক্ত ছিল। সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পরীক্ষার ফলাফল প্রকাশ। সম্পূর্ণ অনুষ্ঠানটির অত্যন্ত সুচারুভাবে সু-সম্পন্ন করার পিছনে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন ইনচার্জ নিলুফার রহমান এবং তরিকুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়ার শিক্ষিকা আফরিন ইসলাম।
বিডি প্রতিদিন/আরাফাত