ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)-র নবনির্বাচিত ইসি-র শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
গত ২২-২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ২ দিনব্যাপী অনলাইন ভোটিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর- মোহাম্মদ মাহবুব কায়সার সংগঠনটির সভাপতি, ওয়ান ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের এস এ ভি পি- মো. দেলওয়ার হোসেন মিরাজ মিঠু জেনারেল সেক্রেটারি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর -মোহাম্মাদ আশরাফুল হাছান আদনান, এফ সি এ ট্রেজারার নির্বাচিত হন।
এছাড়াও সম্মানিত সদস্যদের ভোটে ১৪ জন সদস্য প্রতিনিধি এবং ১২ জন বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত হন।
১৪ জন সদস্য প্রতিনিধিগণ হলেন: শিবলী নোমান, মো. আবদুল্যাহ আল মামুন, মো. মাজহারুল হক, মো. হামিদুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম, খান মেজবাউল আলম টুটুল, মো. মিজানুর রহমান, সৈয়দা মাহমুদা ইফফাত স্বর্ণা, আনওয়ারুল আলম সোহেল, সিমুন সুলতানা এলিন, কামরুল হাসান, মো. সাইদুর রহমান, ফারহানা নাহার রত্না, মো. হাসানুজ্জামান পাটওয়ারী।
এছাড়াও ১৯৯৫-৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪২ টি বিভাগের মধ্যে থেকে ১২ টি বিভাগ থেকে নির্বাচিত বিভাগীয় প্রতিনিধিগণ উক্ত অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
তারা হলেন: আশ্রাফ আলী- একাউন্টিং, শহীদুল ইসলাম- এরাবিক, নাহিদ নওশাদ মুকুল- অর্থনীতি, মোহাম্মদ রকিব উদ্দিন আহমেদ- ফিন্যান্স, মোহাম্মাদ মনিরুজ্জামান-ভুগোল ও পরিবেশ, শাগুফতা নেওয়াজ- ইতিহাস, মো. সাজ্জাদ হোসেন সরকার- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, মো. শফিউর রহমান- ব্যবস্থাপনা, মো. জাহিদুল ইসলাম খান- মার্কেটিং, বাবলু কুমার দাস- পালি ও সংস্কৃত, মো. হাফিজুর রহমান হাফিজ- রাষ্ট্র বিজ্ঞান এবং আসমা হোসেন লুনা- প্রাণিবিদ্যা বিভাগ বিভাগ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ মাহবুব