গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১ সেমিস্টার-১ এ ৪ টি ইউনিটের অধীনে ৮টি অনুষদের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি হতে ৬ মার্চ-২০২৫ পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে এবং আগামী ২১, ২২, ২৩ ও ২৪ এপ্রিল-২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে হাবিপ্রবি ওয়েব সাইট এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা বুধবারের একাডেমিক কাউন্সিলে উপস্থিত সকলের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে ভালো-খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে মত দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে গুচ্ছে শিক্ষার্থীদের ভোগান্তি বেশি বিশেষ করে সেশনজট।
উল্লেখ্য, গত বুধবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৬৮তম একাডেমিক সভায় উপস্থিত বিভিন্ন ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে গুচ্ছ বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন