রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তিন জন আহত হয়েছেন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং ফোকলোর বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আহম্মেদ। হৃদয় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাফি, আকাশ, আতিক, তানভীন, আপন ও সাব্বির এ হামলা চালিয়েছে।
আহত রিমন আহম্মেদ বলেন, ‘ক্রিকেট টিমের চার-পাঁচ জনসহ বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ জানতে পারি, পুলককে মারা হবে। আমরা ছোটখাটো একটা বিষয় ভেবে তাদের সঙ্গে কথা বলে ম্যানেজ করবো বলে মনস্থির করি। ইতিমধ্যে পেছন ও সামনে থেকে ২০ জন করে কোনো কথা ছাড়াই অতর্কিত হামলা চালায়। কে রে, কে রে বলে তারা লাঠিসোঁটা ও রড দিয়ে আঘাত করতে থাকে। আমিসহ পাঁচ-ছয় জনকে নির্বিচারে মেরে তারা পালিয়ে যায়।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ঘটনাটি সঙ্গে জড়িতদের সনাক্ত করার প্রক্রিয়া চলছে। জড়িতদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি। তবে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন জানান, বিভাগের একাডেমিক সভায় এ ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত