বর্ণাঢ্য আয়োজনে সেনাপল্লী হাইস্কুলের গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্কুল প্রাঙ্গণে হওয়া এই অনুষ্ঠানে মোট ৩৯টি ব্যাচের ১২শ’রও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারা স্কুলজীবনের স্মৃতি রোমন্থন, বন্ধুদের সাথে আড্ডা ও বিভিন্ন খুনসুটিতে মেতে ওঠেন।
অনুষ্ঠানে স্কুলের সাবেক শিক্ষকরাও উপস্থিত ছিলেন। রিইউনিয়নে প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা। এতে বিশেষ অতিথি ছিলেন সেনাপল্লী হাইস্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন। শিক্ষার্থীদের ভবিষ্যত আকৃতিদানে এ স্কুলটি যে অপরিসীম ভূমিকা রেখেছে তা তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে গুরুত্বারোপ করা হয়েছে।
রিইউনিয়ন উপলক্ষে ‘স্মৃতির আরশিতে’ শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন উন্মোচন করা হয়, যা প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থনমূলক লেখা, প্রাক্তনদের সাফল্যগাথা ও বর্তমান এবং প্রাক্তন শিক্ষকদের বিভিন্ন স্মৃতিচারণামূলক লেখায় পরিপূর্ণ।
অনুভূতি জানতে চাইলে প্রাক্তন শিক্ষার্থী মাসুদুর রহমান মান্না বলেন, ‘আমরা আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গর্ব করি এবং আমরা এই প্রতিষ্ঠানের রিব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই। প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে আরও সুপরিচিত এবং প্রতিষ্ঠিত করে তুলতে চাই।’
সেনাপল্লী হাইস্কুল পুনর্মিলনী ২০২৫ কমিটির কনভেনার মশিউর রহমান মামুন বলেন, ‘এ পুনর্মিলনী শুধু পুরনো বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করেনি বরং এটি সেনাপল্লী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। আমাদের স্কুলের সাবেক শিক্ষার্থী যারা বিভিন্ন জায়গায় আছেন, তারা যেন একে অপরকে সহযোগিতা করতে পারেন। আমাদের যারা নতুন প্রজন্ম আসবে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে সহযোগিতা করা, সিনিয়রদের অভিজ্ঞতা শেয়ার করার ক্ষেত্রে এই রিইউনিয়ন সহায়ক হবে। এ পুনর্মিলনীতে সবাই বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, যা নিঃসন্দেহে মাইলফলক হয়ে থাকবে বলে আমি মনে করি।”
উল্লেখ্য, এ গ্র্যান্ড রিইউনিয়নটির আয়োজন করেছে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সেনাপল্লী হাইস্কুল।
বিডি প্রতিদিন/জুনাইদ