মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভার শুরুতে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান স্বাগত বক্তব্য রাখেন। পরে কমিটির সদস্য সচিব ড. জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ও প্রক্টরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ