গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মচারীদের ‘প্রশাসন সংক্রান্ত ধারণা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ক’ তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় একাডেমিক ভবনে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ৬টি সেশনে অনুষ্ঠিতব্য কর্মশালায় পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী অংশ নেবে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। মডারেটর ছিলেন আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
বিডি প্রতিদিন/জামশেদ