রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ফুলের গন্ধে সুবাসিত সবুজ মতিহার

ফুলের গন্ধে সুবাসিত সবুজ মতিহার

ফুলের গন্ধে সুবাসিত মতিহারের সবুজ চত্বর। বরেন্দ্রর লাল মাটি চিরে গড়ে ওঠা এই ক্যাম্পাসকে শীতল করে সবুজ। শোভা দেয় সুউচ্চ গাছ-গাছালি। নির্মল বাতাসে মিষ্টি গন্ধ ছড়ায় রঙিন ফুল। সেই সঙ্গে ফুলের মৌ মৌ গন্ধে গুঞ্জন ছড়ায় মৌমাছি। সে কারণেই প্রকৃতিপ্রেমীদের ভীষণ পছন্দ এই ক্যাম্পাস। জাতীয় দিবসগুলোতে ক্যাম্পাসের এসব ফুল দিয়েই শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদ, মুক্তিযোদ্ধা কিংবা বীরসেনাদের। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়বে শহীদ জোহা চত্বর। এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কারও মন কেড়ে নেবে থোকা থোকা ফুল। পাশেই সিনেট ভবনের সামনে হলুদের ছড়াছড়ি। এখানে সারা বছরই ফুটে থাকে গাঁদা ফুল। এভাবেই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজ্ঞান ভবনের ভিতর, শহীদুল্লাহ, মমতাজ উদ্দিন, রবীন্দ্র কলা ভবন, এমনকী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও শোভা পাচ্ছে দেশি-বিদেশি নানা রকমের ফুল। বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল ও একটি ডরমেটোরিতে এই ফুলের বাগান দেখাশোনার দায়িত্বে রয়েছেন অন্তত ৩৪ জন মালি। এ ছাড়াও রাবির প্রতিটি ভবনের ভিতর ও বাহিরের জন্য দুইজন, ক্যাম্পাসের কিছু চত্বরের শোভা বৃদ্ধি করতে রয়েছে প্রতিটিতে দুজন করে মালি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন জানালেন, গাছ ও ফুলের বাগান দিয়ে ক্যাম্পাসটি সুন্দর করে সাজানো রয়েছে। সে কারণেই দর্শনীয় স্থান হিসেবেও এই ক্যাম্পাস হয়ে উঠছে সবার কাছে প্রিয়।

 

সর্বশেষ খবর