‘বিশ্বনাথে অবাধে পোনা নিধন, নির্বিকার মৎস্য দপ্তর’ শিরোনামে গত ১৭ জুলাই বাংলাদেশ প্রতিদিন অনলাইন ভার্সনে সচিত্র সংবাদ প্রকাশের পর পোনা নিধনকারীদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে প্রশাসন। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে রামপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫ কেজি কারেন্ট জাল, দুটি বেড়জাল জব্দ করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বেড় জাল ব্যবহার করে পোনা মাছ ধরায় আমতৈল গ্রামের মো. জহুর আলীর ছেলে মোশাহিদ আলী, ধলিপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে সুমন উদ্দিন ও কারেন্ট জাল ব্যবহারকারী আমতৈল গ্রামের মৃত জসিম মিয়ার ছেলে আবু বক্করের কাছ থেকে
এ জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ মাঠে এনে পুঁড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে কথা হলে অভিযানে সত্যতা স্বীকার করে অমিতাভ পরাগ তালুকদার বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৮/হিমেল