সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক পাওয়ার টেকনোলজি লিমিটেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন আহমদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চারিকাটা ইউনিয়নে রামপ্রসাদ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুমন আহমদ শেলটেকের কর্মী ছিলেন। অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জৈন্তাপুর মডেল থানার ওসি ময়নুল জাকির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার