হযরত শাহজালাল'র (রহ.) ৬৯৯তম ওরস উপলক্ষে মাজারে গিলাফ প্রদান করেছেন আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কামরান এবং বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আরিফ গিলাফ প্রদান করেন।
গিলাফ প্রদানকালে কামরানের সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।
অন্যদিকে আরিফের সাথে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুরমান আলী প্রমুখ।
উভয় নেতাই শাহজালালের মাজার জিয়ারত ও দুরুদ পাঠ করেন। তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। আজ শুরু হওয়া শাহজালালের ওরস শুক্রবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার