সিলেটে জালিয়াতি মামলায় ছেলেসহ রাগিব আলীর সাজা বহাল রেখেছেন আদালত।
বৃহস্পতিবার আপিলের শুনানি শেষে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ১৪ বছরের সাজার আদেশ বহাল রাখেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জননিরাপত্তা আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট এটিএম মাসুদ টিপু, অ্যাডভোকেট মঈনুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন