হবিগঞ্জের চুনারুঘাটে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় অজ্ঞাত (২৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রঘুনন্দন পাহাড়ে প্রবেশের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বিকাল ৩টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিবাহিত নারী। গলায় শাড়ি পেঁচিয়ে তাকে কেউ হত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মূল কারণ জানা জাবে বলে জানান তিনি।
বিডি প্র্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৯/আরাফাত