২৭ জানুয়ারি, ২০১৯ ২০:১৯

পলো বাওয়া উৎসব

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

পলো বাওয়া উৎসব

শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ায় এ সময়টাতে দেশীয় প্রজাতির মাছ বিলের কম পানিতে গিয়ে আশ্রয় নেয়। তখন কম পানিতে পলো দিয়ে মাছ শিকারে আনন্দ পান সৌখিন শিকারী ও কৃষকরা। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে পালিত হলো ঐতিহ্যবাহী 'পলো বাওয়া উৎসব'। রবিবার সকালে উপজেলার গোয়াহরী গ্রামের বড় বিলে এ উৎসব পালিত হয়। সাতসকালেই দূর-দূরান্ত থেকে কয়েকশ' মানুষ জড়ো হন বিলের ধারে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে শৌখিন মাছ শিকারীদের সঙ্গে উৎসূক দর্শকদের ভিড়। এক পর্যায়ে অনেকটা উৎসব উদযাপনের মতো পলো দিয়ে মাছ ধরতে বিলে নামেন শিকারীরা। 

সরেজমিনে গোয়াহরী বড় বিলে গিয়ে দেখা যায়, পলোসহ মাছ শিকারের নানা সরঞ্জাম নিয়ে বিলে নামেন শিকারীরা। এ সময় পলোতে আটকা পড়তে দেখা যায় দেশীয় প্রজাতির মাছের মধ্যে শোল, বোয়াল, রুই, কাতলা। উৎসবে অংশ নেয়া অনেক শিকারীই মাছ ধরতে পেরে যেন আনন্দে আত্মহারা। কেউ কেউ আবার মাছ না পেয়ে ফেরেন খালি হাতে। তবে এ বছর বড় মাছের সংখ্যা কম দেখা গেছে।

গ্রামের প্রবীণ মুরব্বি হাজী আবদুল আহাদ বলেন, এ উৎসব আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্য। আমরা এটি ধরে রেখেছি। এ বছর শারীরিক কারণে অংশ নিতে না পারলেও বিলের ধারে এসে সে আনন্দ উপভোগ করছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম হোসেন বলেন, পলো বাওয়া উৎসবকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী আমাদের গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। নির্ধারিত দিনে সবাইকে নিয়ে আমরা এ উৎসব পালন করি। যে আনন্দ অন্য কিছুতে পাওয়া যায় না।     

বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর