সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আফনানকে বাস থেকে ফেলে হত্যা করার দায় স্বীকার করেছে ঘাতক বাস চালক জুয়েল আহমদ ও হেলপার মাসুদ মিয়া। রবিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌলভীবাজার থানা পুলিশের কাছে তারা ঘটনার দায় স্বীকার করে।
এরআগে শনিবার রাতে গাড়িচালক জুয়েল আহমদকে সিলেট থেকে এবং রবিবার সকালে হেলপার মাসুদ মিয়াকে গ্রেফতার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার বিকালে মৌলভীবাজার জেলার শেরপুরে বাস থেকে ফেলে সিকৃবি ছাত্র ওয়াসিম আফনানকে পিষে হত্যা করে ঐ চালক ও হেলপার।
বিডি প্রতিদিন/হিমেল