সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর ৫টা থেকে ভিড় ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ সিলেট, এরপর বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পুলিশ কমিশনার, পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ এবং মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা ও মহানগর বিএনপিও। এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কুচকাওয়াজ উপভোগ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার