অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে সিলেট নগরীর উপশহরস্থ ‘সামাদ ম্যানশন’ নামক মার্কেটটি। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে ওই মার্কেট সংলগ্ন একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো সামাদ ম্যানশন মার্কেট আগুনে ভস্মিভূত হয়ে যেতে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সামাদ ম্যানশন সংলগ্ন হাসেম এন্টারপ্রাইজ নামের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দ্রুত আগুন নেভাতে না পারলে পার্শ্ববর্তী মার্কেটে আগুন ছড়িয়ে পড়তো বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার যিশু দাস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর